গেল ঈদে দেশীয় সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। শরিফুল রাজের বিপরীতে সঞ্জয় সমদ্দার পরিচালিত সেই ছবিতে অ্যাকশন ঘরানার চরিত্রে দেখা যায় তাঁকে। এবার শাকিব খানের বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে নতুন ছবি ‘প্রিন্স’-এ। নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণই চূড়ান্ত হয়েছেন। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই ফারিণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে। এরই মধ্যেই তাঁর সঙ্গে সব ধরণের কথাবার্তা শেষ হয়েছে। নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে ছবিটির গল্প এগোবে, যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের মিশেল। গল্পটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে কাজ করেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘প্রিন্স’-এর শুটিং শুরু হবে। আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে ছবিটি নির্মাণের প্রস্তুতি চলছে জোরেশোরে। বাজেট, লোকেশন ও টেকনিক্যাল টিম সবই প্রায় চূড়ান্ত।



