প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। তাদের দেখা যাবে রেদওয়ান রনি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘দম’ চলচ্চিত্রে। সঙ্গে আছেন নায়িকা পূজা চেরীও। এ ছবির শুটিং শুরু হয়েছে। বিষয়টি নশ্চিত করেন ছবিটির প্রযোজক মহেন্দ্র সোনি। সত্য ঘটনাবলির অনুপ্রেরণায় নির্মিত সারভাইভাল-ধর্মী গল্পের এই সিনেমা এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘‘দম’র শুটিং শুরু হবে কাজাখস্তানের দুর্গম স্থানে। সেখানে প্রয়োজনীয় লোকেশন, আবহাওয়া এবং প্রযুক্তিগত সহায়তা একসঙ্গে পাওয়ায় দেশটিকেই বেছে নেওয়া হয়েছে। রনি বলেন, ‘গল্পের সঙ্গে মানানসই পরিবেশ ও চ্যালেঞ্জিং আবহই আমাদের কাজাখস্তানে নিয়ে যাচ্ছে। আপনাদের দোয়া নিয়ে এই যাত্রা শুরু করছি।’ পূজা বলেন, ‘মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র বড় চ্যালেঞ্জ। দর্শক ছবিটি দেখলে বুঝবেন কেন এমন বলেছি।’



