শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঢালিউড‘সোলজার’-এ তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ

‘সোলজার’-এ তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

এবার শাকিব খানের হাত ধরেই বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী তানজিন তিশার। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘সোলজার’-এ দেখা যাবে তাকে। ১৭ নভেম্বর ছবিটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে তিশার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে হাতে ক্যামেরা নিয়ে তিশাকে দেখা গেছে এক আত্মবিশ্বাসী ও নির্ভীক নারীর অবয়বে। চারপাশে ভাসমান দাবার গুটি তার চরিত্রে থাকা মানসিক দৃড়তা ও কৌশলী মনোভাবের ইঙ্গিত দিচ্ছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।

সম্প্রতি

আরও খবর