প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত শনিবার সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এ তথ্য নিশ্চিত করেছে চরকি কর্তৃপক্ষ। চলচ্চিত্রটি পরিচালনা করছেন কাজী আসাদ। তবে এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। পরিচালক জানান, এটি একটি ইমোশনাল গল্পভিত্তিক ওয়েব ফিল্ম, যার শুটিং শুরু হবে চলতি মাসেই। মিমকে সিনেমায় যুক্ত করার বিষয়ে কাজী আসাদ বলেন, ‘মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস নায়িকা। দর্শকরা তাকে সাধারণত গ্ল্যামার লুকেই দেখে থাকেন। এ সিনেমায় আমরা তাকে ভেঙে নতুন ধরনের একটি চরিত্রে উপস্থাপন করতে চাই। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, আশা করি দর্শকরা ভিন্নভাবে মিমকে দেখতে পাবেন।’ গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় এ প্রজেক্টে যুক্ত হয়েছেন বলে জানান মিম নিজেও। তিনি বলেন, ‘অনেকে জানতে চান কেন কাজ কম করছি। প্রস্তাব অনেক আসে, কিন্তু গল্প কিংবা আনুষঙ্গিক বিষয়গুলো ভালো না লাগায় অনেক কাজ করা হয়নি। কাজী আসাদ যখন গল্পটি শোনালেন এবং চরকিতে তার আগের কাজ দেখলাম, তখন মনে হলো এই কাজটি করা উচিত।’ এ ছাড়া মিম জানান, আগামী বছর দর্শকরা তাকে আরও কয়েকটি নতুন কাজেও দেখতে পাবেন।



