এই প্রজন্মের নির্মাতা অনিক বিশ্বাস। সম্প্রতি মহান বিজয় দিবসকে কেন্দ্র করে তিনি ঘোষণা দিয়েছেন তার নতুন সিনেমার, যার নাম ‘মার্বেল’। রচনা ও পরিচালনা করেছেন তিনি নিজেই। এখন শুধু সিনেমার নাম প্রকাশ করেছেন, কিছু দিন পর বিস্তারিত জানাবেন সিনেমাটি নিয়ে। এর আগে তিনি নির্মান করেছেন সিনেমা ‘শিরোনাম’ যা এখনো মুক্তির অপেক্ষায়।অনিক বিশ্বাস বলেন, অনেক দিনের পরিকল্পনার পর এই সিনেমার কাজে এগোলাম। আশা করছি এর গল্প সকলের ভালো লাগবে। এর কাস্টিং সম্পর্কে এখনি বলতে চাচ্ছি না। কিছু দিন পর আরো বিস্তারিত প্রকাশ্যে আনবো ‘মার্বেল’ সিনেমার। অনেক চমক থাকছে সিনেমাটিতে। সব কাজ সম্পন্ন হলে ভালো একটি সিনেমা আশা করা যায়। আপাতত টাইটেল প্রকাশ করলাম। ‘মার্বেল’ শুধু বিনোদনের জন্য নয়, এটি মানবিক অনুভূতি ও বাস্তবতার প্রতিফলন দেখাবে। দর্শকদের জন্য আমরা ভিন্ন মাত্রার অভিজ্ঞতা নিয়ে আসতে চাই। সকলের শুভকামনা চাইছি।



