বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
হোমবিনোদনঢালিউডনির্বাচনে জয়ী হলেনম নায়িকা পলি

নির্বাচনে জয়ী হলেনম নায়িকা পলি

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

দীর্ঘদিন পর আবারও আলোচনায় অভিনেত্রী পলি। সিনেমায় সরব হয়েছেন তিনি, করছেন শুটিং। এবার তিনি দিলেন সুখবর। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সামসুল আলম জাহাঙ্গীর সিকদার পরিষদ থেকে ২৪০ ভোট পেয়ে তিনি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন এই নায়িকা। এই পরিষদ থেকে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদারসহ মোট সাতজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে লায়ন নজরুল ইসলাম–অপূর্ব রায় পরিষদ থেকে অপূর্ব রায়সহ চারজন প্রার্থী জয় লাভ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন অপূর্ব রায়। দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র সংগঠনের মাধ্যমে আবার সক্রিয় ভূমিকায় ফেরায় পলিকে নিয়ে ভক্ত ও সহকর্মীদের মাঝেও তৈরি হয়েছে ইতিবাচক আলোচনা। অনেকেই মনে করছেন, এটি তার চলচ্চিত্রাঙ্গণে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

সম্প্রতি

আরও খবর