বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পায় হলিউডের ছবি ‘ট্রন : অ্যারেস’। আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘ট্রন’ সিরিজের তৃতীয় কিস্তি এবং ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ট্রন : লিগ্যাসি’র সিক্যুয়েল এটি। জোয়াকিম রনিং পরিচালিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যারেড লেটো, গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ, হাসান মিনহাজ, আর্তুরো কাস্ত্রো, গিলিয়ান অ্যান্ডারসনসহ অনেকে। ২০১০ সালের অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি নির্মাতা স্টিভেন লিসবার্গার ‘ট্রন : লিগ্যাসি’র একটি সিক্যুয়েল নির্মাণের কাজ শুরু করেন। ২০১৭ সালের মার্চ মাসে, জানা যায় যে ফ্র্যাঞ্চাইজিটি লিগ্যাসি সিক্যুয়েলের পরিবর্তে একটি সফট রিবুটের দিকে এগিয়ে যাবে। যেখানে জ্যারেড লেটো অ্যারেসের নামে একটি নতুন চরিত্র প্রযোজনা এবং চিত্রায়নের জন্য যুক্ত হবেন, যা অ্যাসেনশন স্ক্রিপ্টের পূর্ববর্তী পুনরাবৃত্তি থেকে সংরক্ষিত ছিল। ১৯৭০ এর দশকের শেষের দিকে এবং আশির দশকের গোড়ার দিকে যখন তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আশপাশে থাকতেন, তখন এলিয়েনদের প্রথম পরিচয়ের সুবাদে একটা আবেগ ছিল। যার ফলে তিনি ভাবতে শুরু করেন যে বুদ্ধিমান জীবন যদি মহাকাশ থেকে না এসে এমন একটি যন্ত্রের ভেতর থেকে আসত যা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত ছিল না।



