চলতি বছরের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি নতুন হলিউড সিনেমা, যা দর্শকদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। একটি হলো নস্টালজিয়ায় ভরা আত্মসচেতনমূলক অ্যাডভেঞ্চার কমেডি আর অন্যটি একটি ডার্ক ক্রিসমাস স্ল্যাশার। যেখানে নতুনভাবে কল্পনা করা হয়েছে একটি কাল্ট ক্ল্যাসিক গল্প। অ্যানাকোন্ডা ‘অ্যানাকোন্ডা’ হলো ১৯৯৭ সালের কাল্ট ফিল্ম ‘অ্যানাকোন্ডা’-এর একটি মেটা-কমেডি রিবুট। সিনেমাটিতে পল রুড ও জ্যাক ব্ল্যাক অভিনয় করেছেন দুই পুরোনো বন্ধুর চরিত্রে, যারা মধ্য বয়সের সংকটের মুখোমুখি। সিনেমাটি নির্মাণ করছেন টম গোরমিকান। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, থান্ডিউ নিউটনসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজ ২৫ ডিসেম্বর। সাইলেন্ট নাইট ডেডলি নাইট ‘সাইলেন্ট নাইট ডেডলি নাইট’ হলো ১৯৮৪ সালের বিতর্কিত কাল্ট হরর চলচ্চিত্রটির একটি আধুনিক নির্মাণ। এ ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিলি চ্যাপম্যান। মাইক পি নেলসনের পরিচালনায় নির্মিত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোহান ক্যাম্পবেল। সিনেমাটির গল্পে রয়েছে এক অন্ধকার ও বিকৃত প্রেমের গল্পও। মূল ছবির তুলনায় এ সংস্করণে নিষ্ঠুরতার পাশাপাশি আবেগী গভীরতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে, যাতে দর্শক বিলির বিপর্যস্ত অতীত সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পারেন। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজ ২৫ ডিসেম্বর।



