একাধারে মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী আনিকা কবির শখ। এরইমধ্যে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে শখ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’। এই ‘রূপনগর’- ধারাবাহিকের গল্পের অন্যতম প্রধান চরিত্র রিয়া। ধারাবাহিকটির রচয়িতা লিটু সাখাওয়াত। নাটকে শখ ছাড়া আরো অভিনয় করেছেন দিলারা জামান, সুব্রত, ড. নাজনীন হাসান চুমকি, আখম হাসান, শ্যামল মাওলা, মাহমুদুল ইসলাম মিঠু’সহ আরো বেশকিছু নবাগত অভিনয়শিল্পী। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৯.৩০ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হয়। এরইমধ্যে নাটকটির ২২ পর্ব প্রচারিত হয়েছে। নাটকটিতে অভিনয়ের জন্য প্রচারের শুরু থেকেই ভীষণ সাড়া পাচ্ছেন বলে জানান শখ। নাটকটি প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। প্রচারের পর যথারীতি দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। আনিকা কবির শখ বলেন,‘ এই নাটকের পরিচালক কায়সার আহমেদ ভাই। এর আগেও তার নির্দেশনায় আমি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। তিনি খুউব যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। একজন বিচক্ষণ নির্মাতা তিনি। যথারীতি রূপনগর-গ্রামীন জীবনের পটভূমিতে নির্মিত একটি নাটক। মূলত এই নাটকের গল্প রচিত হয়েছে পাশাপাশি দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’কে ঘিরে। গল্পটা এরইমধ্যে টিভির পর্দায় বেশ জমে উঠেছে। আমিও আমার চরিত্রের জন্য দারুণ সাড়া পাচ্ছি। আগামীতে গল্পটা আরো জমে উঠবে বলে আমার বিশ্বাস।’



