শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্য‘মন খারাপের দিনে’ আরশ-মাহি

‘মন খারাপের দিনে’ আরশ-মাহি

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

প্রেম ও ঘৃণার গল্পে এক ছাতার নিচে দাঁড়ালেন আরশ খান ও সামিরা খান মাহি। আশা মাল্টিমিডিয়া নিবেদিত এই নাটকের নাম ‘মন খারাপের দিনে’। নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। গল্প ও চিত্রনাট্যও তারই। প্রধান সহকারী পরিচালক ছিলেন আজহারুল ইসলাম অভি। নাটকটি নিয়ে আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন, ‘আমরা এটিভি ইউএসএ-এর মাধ্যমে বাংলা নাটককে আমেরিকাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। সে কারণে আমাদের যাত্রা শুরু করেছি। ভালো একটি গল্পে নির্মিত এই নাটকটি দেখে সকলেই বিনোদিত হবে এবং সামাজিক একটি বার্তা পাবে। দর্শকের সহযোগিতা পেলে আমরা নিয়মিত নাটক নিয়ে আসতে চাই।’ ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত নাটকটিতে আরও অভিনয় করেছেন রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজলসহ অনেকে। নাটকটি ইশতিয়াক আহমেদের কথায়, তাসনুভের সংগীতে নিজের সুরে গান গেয়েছেন লুৎফর হাসান। আজ এটিভি ইউএসএ-এর ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে।

সম্প্রতি

আরও খবর