এই প্রজন্মের সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। পাশাপাশি তিনি এই দেশের একজন সমাদৃত নৃত্যশিল্পী, উপস্থাপিকা। বেশ কয়েকবছর যাবত তিনি মাছরাঙ্গা টিভির ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানেরই উপস্থাপনা করে আসছেন। মাঝে মধ্যে তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেন। তবে এবারই প্রথম তিনি বিটিভির দর্শকপ্রিয় গানের ম্যাগাজিন অনুষ্ঠান ‘সঙ্গীতা’র উপস্থাপনা করলেন। যেহেতু লাবণ্য নিজেকে একজন গায়িকা হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই গানের অনুষ্ঠানের উপস্থাপনার বিষয়টি তার কাছে অনেক ভালোলাগার। এরইমধ্যে গত ৫ অক্টোবর বিটিভির একটি স্টুডিওতে ‘সঙ্গীতা’য় অংশ নেয়া কয়েকজন শিল্পীর গানের রেকর্ডিং হয়েছে। এবারের পর্বে যারা গান গেয়েছেন তারা হলেন সুজানা রূপা, নিপা সাহা, মাকসুদুর রহমান সোহাগ, হাবিব সিরাজী, রুনা বিক্রমপুরী ও সৈকত রায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া গভীর রাত পর্যন্ত ‘সঙ্গীতা’র এই শুটিং-এ অংশ নেন সেদিন ইয়াসমিন লাবণ্য। লাবণ্য বলেন,‘ সাধারনত আমি মাছরাঙ্গা টিভিতেই উপস্থাপনা করি। এর বাইরে মাঝে মাঝে বিভিন্ন স্টেজ শোতে উপস্থাপনা করি। তবে মাছরাঙ্গার বাইরে আমি বিটিভিতেই শুধু উপস্থাপনা করি। যেহেতু এটা সরকারী প্রচার প্রতিষ্ঠান, তাই আমার নিজেরও ভীষণ ভালোলাগে বিটিভির যেকোনো অনুষ্ঠানের উপস্থাপনা করতে। সঙ্গীতা যেহেতু গানের অনুষ্ঠান। তাই প্রথমবার উপস্থাপনা করতে গিয়ে সত্যিই আমার ভীষণ ভালোলাগলো। সঙ্গীতা বিটিভির এই মুহুর্তের দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান। যে কারণে এই অনুষ্ঠানের উপস্থাপনা করেও আমি বেশ উচ্ছ্বসিত। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে আমাকে সঙ্গীতায় উপস্থাপনার সুযোগ করে দেবার জন্য। আমার উপস্থাপনার পর্বটি শিগগিরই প্রচারে আসবে।’



