এই প্রজন্মের সঙ্গীতশিল্পী তামান্না প্রমি। তার কন্ঠে প্রকাশিত বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় মৌলিক গানও রয়েছে। প্রমির ভাষ্য এমন যে, একজন সঙ্গীতশিল্পী হিসেবে যাই করেন না কেন বছরে কয়েকটি মৌলিক গান প্রকাশ করাটাও জরুরী। তাই বছরজুড়ে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও মৌলিক গান প্রকাশেও রয়েছে তার মনোযোগ। এরইমধ্যে বিটিভির ‘গীতিবিচিত্রা’ অনুষ্ঠানে একটি মৌলিক গান গেয়েছেন তিনি। গানটি শিগগিরই প্রচারে আসবে বিটিভিতে। তামান্না প্রমি বলেন,‘ আমার স্বপ্ন ছিলো একজন সঙ্গীতশিল্পী হবার। আমি এখনো সেই স্বপ্নের পথেই হাঁটছি। প্রতিনিয়ত শিখছি এখনো। কিছু মৌলিক গান আমার কন্ঠে প্রকাশিত হয়েছে। সেসব গান শ্রোতা দর্শকের ভালোলেগেছে। আমি সেসব গানের জন্য ব্শে সাড়া পাই। এটাই আমার প্রাপ্তি বলে মনে করি। কারণ শ্রোতা দর্শকের ভালোলাগার জন্যই গান করি। গানের মাঝেই ডুবে থাকতে ভালোলাগে আমার। বিশেষত দর্শকের সামনে মাইক্রোফোন হাতে নিতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ তখন গানে গানে সুরে সুরে গীতিকবিতায় শ্রোতা দর্শকদের মুগ্ধ করা যায়। এভাবেই বছরের পর বছর শ্রোতা দর্শককে মুগ্ধ করে যেতে চাই আমি।’



