শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যস্বপ্ন ভাঙার গান নিয়ে শিলাজিৎ

স্বপ্ন ভাঙার গান নিয়ে শিলাজিৎ

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী শিলাজিৎ নিজেই লেখেন, সুর করেন, কণ্ঠ দেন সেই গানে। অন্যের লেখা গানে খুব কমই পাওয়া গেছে তাঁকে। বাংলাদেশের গীতিকার গালিব সর্দারের লেখা গানে প্রথমবারের মতো পাওয়া যাবে শিলাজিৎ মজুমদারকে। এর আগে দুই বাংলার অনেক খ্যাতিমান শিল্পীর কণ্ঠে শোনা গেছে গালিব সর্দারের লেখা গান। ‘ভেঙে গেলো স্বপ্ন আমার, শব্দ হলো না/ ভাঙল কত ঘুম, কেউ শুনতে পেল না’ এমন কথার গানটির সুর করেছেন শাদিউল আলম জীবন। সংগীতায়োজন করেছেন বাবি। সম্প্রতি কলকাতার

নিয়োগী’স প্লে সে গানটির রেকর্ডিং হয়েছে। নান্দনিক ভিডিও নির্মাণের কাজটি করেছেন রাহি আবদুল্লাহ ও তাঁর টিম। গীতিকার গালিব সর্দার বলেন, ‘শিলাজিৎ মজুমদারের সঙ্গে আমার ২০ বছরের বেশি সময়ের পরিচয়। সম্পর্কের খাতিরে হয়ত আগেই আমার লেখা গানে পেতাম তাঁকে। কিন্তু আমি সেটা চাইনি। এমন একটা গানের খোঁজে ছিলাম, যেটা শিলুদার সঙ্গে যায়। ‘ভেঙে গেলো’ গানটি লেখার পর মনে হয়েছিল, এটা তাঁকে শোনানো যেতে পারে। গানটি শিলুদাকে পাঠানোর পর তিনি খুবই পছন্দ করেন।’ সম্প্রতি শিলাজিৎ মজুমদারের জন্মদিন উপলক্ষ্যে গানচিল মিউজিক থেকে প্রকাশিত হয়েছে গানটি।

সম্প্রতি

আরও খবর