বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যশ্রাবণী সায়ন্তনীর স্বপ্ন

শ্রাবণী সায়ন্তনীর স্বপ্ন

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

চ্যানেল আই সেরাকন্ঠ’খ্যাত সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী । তিনি সাধারণত নিজের মৌলিক গান প্রকাশের দিকেই সবসময় মনোযোগ দিয়েছেন। এরইমধ্যে তার কন্ঠে প্রকাশিত কয়েকটি মৌলিক গান শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। সামনে আরো বেশকিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে বলেও জানান তিনি। এরইমধ্যে গেলো দুর্গা পূজায় ‘পুজো এলোরে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন ও সুর করেছেন পুণম মিত্র। শ্রাবণী সায়ন্তনীর সঙ্গে এই গানে আরো কন্ঠ দিয়েছেন চম্পা বণিক, অনন্যা ও পুণম। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান শ্রাবণী সায়ন্তনী। শ্রাবণী সায়ন্তনী বলেন,‘ গানের ভুবনে আমার পেশাগতভাবে পথচলা খুব বেশি দিনের নয়। কিন্তু তারপরও যেসব মৌলিক গান আমার কন্ঠে প্রকাশিত হয়েছে সবগুলোর জন্যই বেশ সাড়া পেয়েছি আমি। তবে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি তোকেই শুধু চাই গানটির জন্য। গানটির কথা ও সুর সত্যিই ভীষণ চমৎকার। সত্যি বলতে এমনই কিছু গান করে যেতে চাই যেন আমি কখনো গানের ভুবনে না থাকলেও আমার গানগুলোর জন্য যেন শ্রোতা দর্শকেরা আমাকে মনে রাখেন। আর আমার স্বপ্ন যেন আগামীতে রিয়েলিটি শো গুলোতে যারা অংশগ্রহন করতে আসবেন তারা যেন আমার গানও গান, সেদিন মনে হবে আমি সত্যি সত্যি কিছু ভালো গান করতে পেরেছি।’

সম্প্রতি

আরও খবর