শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যপিছিয়ে গেল ব্ল্যাকপিংকের নতুন অ্যালবাম মুক্তির তারিখ

পিছিয়ে গেল ব্ল্যাকপিংকের নতুন অ্যালবাম মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংক এর নতুন অ্যালবাম মুক্তির কথা ছিল নভেম্বরেই কিন্তু এখন তা পিছিয়ে যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত। ব্ল্যাকপিংকের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রধান ইয়াং হিয়োন সুক এর আগে একটি ব্লগে নভেম্বরে অ্যালবাম প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এখন জানা গেছে, রোজ, জেনি কিম, লিসা ও জিসু কিম’র নতুন অ্যালবাম ডিসেম্বরেই মুক্তি পাবে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, “অ্যালবামের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রকাশের নির্দিষ্ট দিন তারিখ জানানো হবে।” ২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করা ব্ল্যাকপিংক গত ৯ বছরে প্রায় ৩৫টি গান প্রকাশ করেছে। তবে গত তিন বছর ধরে তারা নতুন কোনো অ্যালবাম প্রকাশ করেনি। নতুন অ্যালবামের কাজের পাশাপাশি বর্তমানে ব্যান্ডটি ব্যস্ত রয়েছে বিশ্বভ্রমণ ‘উবধফষরহব’ ট্যুর নিয়ে। ইতিমধ্যে তারা উত্তর আমেরিকা ও ইউরোপে পারফর্ম করেছে। পরবর্তী গন্তব্য তাইওয়ান, ব্যাংকক, জাকার্তা, সিঙ্গাপুর, টোকিও, হংকংসহ একাধিক এশিয়ান শহর। এই সফর ২০২৫ সালজুড়েই চলবে।

সম্প্রতি

আরও খবর