সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা তার সঙ্গীত জীবনের সবচেয়ে উপভোগ্য সময়টা পার করছেন,এমনটাই জানান তিনি। এরইমধ্যে কণা বেশকিছু মৌলিক গানের কাজ শেষ করেছেন। কন্ঠ দিয়েছেন নাটকের গানেও। এরইমধ্যে ‘নয়নের আলো’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। এই গানটি একটি নাটকে ব্যবহৃত হবে। গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন সালমা সুলতানা, সুর করেছেন শফিক তুহিন। কণার সঙ্গে এই গানে কন্ঠ দিয়েছেনও শফিক তুহিন। সঙ্গীতায়োজন করেছেন সালমান জায়েম। গানটি প্রসঙ্গে কণা বলেন,‘ ঠিক কতো বছর পর শফিক তুহিন ভাইয়ের সুরে গান গেয়েছি তা ঠিক মনে নেই। তবে বহু বছর পর তার সুরে গান গাইলাম। এটা সত্যি যে শফিক তুহিন ভাই সবসময়ই চমৎকার সুর করেন। কিছুদিন আগে তার সুরে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামও একটি গান করেছেন। সেই গানটি আমার খুউব ভালোলেগেছে। যথারীতি নয়নের আলো গানটিও আমার কাছে ভীষণ ভালোলেগেছে। গানটির শিরোনামটা যেমন সুন্দর, গানের কথাও সুন্দর। সুরতো যথারীতি অসাধারন। খুব ভালোলেগেছে গানটি গেয়ে। আশা করছি শ্রোতাদেরও ভালোলাগবে।’



