একসময় মঞ্চেই নিয়মিত অভিনয় করতেন স্নিগ্ধা শ্রাবণ। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় শুরু করেন। টিভি নাটকে তার পথচলা এক দশকেরও বেশি সময়। শুধু যে টিভি নাটকে অভিনয় করেন স্নিগ্ধা ,এমনটি নয়। মঞ্চ নাটকেও অভিনয় করেন তিনি। নাট্যদল ‘থিয়েটার’র সাথে যুক্ত আছেন বেশ কয়েকবছর হলো। এরইমধ্যে স্নিগ্ধা শ্রাবণ তরুণ অভিনয় শিল্পীদের সংগঠন ‘প্রিয়জন’এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৮)-এর সহ-সভাপতি হয়েছেন। তার সঙ্গে আরো কয়েকজন সহ-সভাপতি হিসেবে আছেন। এদিকে এরইমধ্যে অরন্য আনোয়ারের নতুন ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’-এ অভিনয় করছেন। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্নিগ্ধা শ্রাবণ। ‘প্রিয়জন’-এর সহ-সভাপতি, নতুন ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গ স্নিগ্ধা শ্রাবণ বলেন,‘ প্রিয়জন’-এর সাথে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেয়ায় ভীষণ সম্মানীত বোধ করছি। আমি যেন তিনটি বছর যথাযথভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টাই থাকবে আমার। আর অরন্য ভাইয়ের নতুন ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেস-এ অভিনয় করে ভীষণ ভালোলাগছে আমার। কারণ আমার চরিত্রটি বেশ মজার। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে আশা করছি।’



