সারা দেশজুড়ে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর মাধ্যমে সংস্কৃতি অঙ্গনের প্রতিভা খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। এরইমধ্যে আঞ্চলিক পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ের কাজও প্রায় শেষ। ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতার ‘খ’ বিভাগের (সাধারণ নৃত্য, চুড়ান্ত বাছাই পর্ব) বিচারক হিসেবে কাজ করেছেন দেশের প্রখ্যাত নৃতশিল্পী, কোরিওগ্রাফার সোহেল রহমান, প্রখ্যাত মডেল, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও মডেল অভিনেত্রী চাঁদনী। সোহেল রহমান বলেন,‘ এর আগে আমি ময়মনসিংহ ও রংপুর বিভাগে নৃত্য প্রতিযোগিদের বিচারকের ভূমিকায় কাজ করেছি। ঢাকার বিভাগীয় প্রতিযোগিতাতেও বিচারক হিসেবে কাজ করেছি। তবে আমি রংপুরের প্রতিযাগিতরা অনেক ভালো করেছে। আমি তাদের নিয়ে অনেক বেশি আশাবাদী। পাশাপাশি আরো যারা ঢাকা, ময়মনসিংহ থেকে অংশ নিয়েছে তারাও ভালো করবে। নতুন কুঁড়ি ২০২৫-এর মাধ্যমে সারা দেশ থেকে নানান শাখায় বিভিন্ন মেধাবী খুঁজে বের করে আনার এই প্রতিযোগিতা আবারো শুরু করার মধ্যদিয়ে সংষ্কৃতি অঙ্গন আরো একটু চাঙ্গা হলো। সবাই নতুন করে জেগে উঠেছে। আর ঢাকা বিভাগীয় প্রতিযাগিতায় আমি, মৌ ও চাঁদনী খ বিভাগ থেকে যারা মোটামুটি পারফেক্ট তাদেরকেই খুঁজে বের করে নিয়ে এসেছি। আশা করি এখান থেকেই সেরা দশে স্থান করে নিবেন অনেকেই।
এরপর সেরা পাঁচ ও সেখান থেকে পরবর্তী পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে নিবে প্রতিযাগিতীরা।’ এদিকে মৌ এরইমধ্যে এই বিচারকার্যের বাইরে মাছরাঙ্গা টিভির ‘বিহাইণ্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অংশগ্রহন করে নিজের না বলা অনেক কথাই দর্শকের সঙ্গে শেয়ার করেছেন। এই অনুষ্ঠানটি প্রচারের পরও মৌ বেশ সাড়া পেয়েছেন। এদিকে চাঁদনী সবশেষ চ্যানেল আই আয়োজিত ‘বাংলাবিদ’র গ্র্যাণ্ড ফিনালেতে নৃত্য পরিবেশন করে দর্শককে মুগ্ধ করেন। নৃত্য পরিচালনায় ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ। এছাড়াও চাঁদনী এরইমধ্যে নন্দনকলা কেন্দ্রের ২৯ বছর পদার্পণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেন চাঁদনী।



