শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্য‘এমন দিনে তারে বলা যায়’

‘এমন দিনে তারে বলা যায়’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

আসছে জাহিদ প্রীতম এর “এমন দিনে তারে বলা যায়”। দেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে অচিরেই আসছে নতুন এই নাটক। এতে অভিনয় করেছে এক ঝাক তারকারা। চোখ রাখুন ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেল-এ। এমন কিছু গল্প থাকে যে গল্প সবাইকে বলে ফেলা গেলেও, প্রিয় মানুষকে কখনো বলা যায় না! এমন কিছু গল্প থাকে যে গল্পটা ভুলে যাওয়া মন্দ না! তবে সেই গল্পটা এমন কিছু মানুষকে বলে যেতে হয় যারা এই গল্পকে ধারণ করবে আমৃত্যু…। এই গল্পগুলো বিশেষ দিন দেখে আয়োজন করে বলতে হয়! প্রকৃতি নিজেই এই গল্প বলার আয়োজন তৈরি করে। তাই প্রকৃতির ইশারায় এমন দিনেই গল্পটা বলা যায়!

সম্প্রতি

আরও খবর