বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যআসছে সিঁথির পডকাস্ট শো ‘দ্য হিলিং রুম’

আসছে সিঁথির পডকাস্ট শো ‘দ্য হিলিং রুম’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

কণ্ঠশিল্পী সিঁথি সাহা নিজেকে শুধু গাওয়াতে আটকে রাখেননি। টিভি পর্দায় দেশ-বিদেশের বিখ্যাত সব শিল্পীদের ডেকে এনে আড্ডা বসাতেও কম পারদর্শী নয়। সঙ্গে ক্যানসার-জয় আর মাতৃত্বের গল্প তো রয়েছেই। সিঁথি শুরু করতে যাচ্ছেন পডকাস্ট শো ‘দ্য হিলিং রুম’। সিঁথি জানান, ‘আমরা অনেকেই প্রিয়জনকে হারিয়ে, সম্পর্কের ভাঙনে কিংবা আমার মতো ক্যানসারে আক্রান্ত হয়ে বাঁচার আশাটা হারিয়ে ফেলি। কিন্তু আমি শিখেছি, মানুষ একবার ভাঙলে, আবারও জোড়া লাগে। সেই জোড়া লাগা মানুষটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আমি চাই, সেই জয়ীদের গল্পগুলো আমার পডকাস্টের মাধ্যমে সবাই শুনুক।’ পডকাস্টটি ঘোষণার পর থেকে অসংখ্য মানুষ সিঁথির সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ জানিয়েছেন প্রিয়জন হারানোর পরও বেঁচে থাকার গল্প, কেউ জানিয়েছেন জীবন-মৃত্যুর সীমান্ত থেকে ফিরে আসার অভিজ্ঞতা। তাদের সাহসী যাত্রার গল্প নিয়েই সিঁথি সাজাচ্ছেন ‘দ্য হিলিং রুম’। শিগগিরই ভাইব নিউজ নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্য হিলিং রুম’-এর পর্বগুলো। সিঁথি বলেন, ‘আমার কাছে প্রতিটি নতুন সকাল মানে নতুন জীবন, নতুন অনুপ্রেরণা। প্রায় দুই মাস আগে আমরা এই পডকাস্টের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, আপনার গল্পই হতে পারে অন্য কারও বাঁচার কারণ। এই দুই মাসে আমরা দেখেছি, মানুষ ভাঙে, কিন্তু ভাঙা মানুষই আবার সবচেয়ে উঁচুতে দাঁড়ায়। সেই মানুষদের গল্প নিয়েই আমরা আসছি। জীবনের জয়গান শোনাতে, সাহস জোগাতে।’ ‘দ্য হিলিং রুম’ শুধু একটি পডকাস্ট নয়। এটি পুনর্জন্মের গল্প আর হার না মানা মানুষের গান।

সম্প্রতি

আরও খবর