বাংলাদেশের এই প্রজন্মের নাট্যাভিনেত্রী ফারিণ খান। তার অভিনীত বেশকিছু নাটক এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এরইমধ্যে গত ২৪ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে ফারিণ খান অভিনীত নতুন নাটক ‘মেঘছায়া’। নাটকটি রচনা করেছেন মামুনুর রশিদ তানিম। নাটকটি নির্মাণ করেছেন অপু শর্মা। নাটকটিতে ফারিণ খান ছাড়া আরো অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাহিদা বৃষ্টি, শওকত হোসেন মামুন, মাহমুদ আলম’সহ আরো অনেকে। নাটকটি এনটিভিতে প্রচারের পর এনটিভিরই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটি প্রসঙ্গে ফারিণ খান বলেন,‘মেঘছায়া একটি হৃদয়স্পর্শী মানবিক গল্প, যেখানে প্রেম, ত্যাগ আর সম্পর্কের জটিল টানাপোড়েনের মধ্যে দিয়ে উঠে আসে জীবনের বাস্তব চিত্র। অতীতের ছায়া বর্তমানকে আচ্ছন্ন করে যখন ভালোবাসা, অপরাধবোধ ও ক্ষমার সীমানা মিলেমিশে যায় ঠিক তখনই গল্পটি নেয় অপ্রত্যাশিত মোড়ে। গল্পটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। দর্শকের কাছে বিনীত আহ্বান রইলো নাটকটি দেখার জন্য।’



