বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমবিনোদনঅন্যান্য‘তোমার জন্য মন’ ছবিতে জুটি ইয়াশ-তটিনী

‘তোমার জন্য মন’ ছবিতে জুটি ইয়াশ-তটিনী

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

স্বল্পদৈর্ঘ্যের নাম থেকে দীর্ঘদৈর্ঘ্যের সিনেমায় নাম লেখালেন তটিনী-রোহান জুটি। নতুন সিনেমায় অভিনয় করেছেন তারা। ‘তোমার জন্য মন’ নামের এই সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহীন। নির্মাতা জানান, যে রকম গল্প তিনি বলতে চেয়েছেন, সেখানে এমন একটা জুটি দরকার ছিল যাদের মধ্যে কাজ ও কাজের বাইরে বোঝাপড়া ভালো! সেকারণে এই জুটিকে বেছে নেওয়া। মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের প্রেমের গল্প সেটি। শিহাব শাহীন বলেন, ‘এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট।’ শিহাব শাহিন বলেন, ‘আমাদের কিছু প্রবাদ আছে, “বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়”, “জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো”। এই গল্পের মধ্যে এই ভাবনা বা দর্শনগুলো আছে। অনেক সময় মানুষের নাম অনেক বড় হয়ে

আমাদের সামনে আসে, কিন্তু মানুষ তার কাজেই বড় হয়। এই আইডিয়াটা নিয়েই গল্প।’ ‘তোমার জন্য মন’ ছবিতে পিউ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। তটিনী বলেন, ‘গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম তো হলোই না, বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। কাজটি করার জন্য সেই ব্যাপারটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো। আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে, আমি কাজটি করতে চাই। শুধু তাই না, শিহাব ভাইয়ের পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ হওয়ার কারণে জানি, তার সঙ্গে কাজ করাটাও একটা শিক্ষা।’ ড্রামা, থ্রিলার, রোমান্টিক গল্পে কনটেন্ট বানাচ্ছেন তিনি। প্রেক্ষাগৃহের পর আবারও তিনি ওটিটিতে ফিরছেন সিনেমা নিয়ে। তার নতুন ছবিটি ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর) মুক্তি পাবে চরকিতে।

সম্প্রতি

আরও খবর