শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যএলো মনির খানের ‘চোখ ভরে কাঁদবো’

এলো মনির খানের ‘চোখ ভরে কাঁদবো’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। বাংলাদেশের শহরে, গ্রামে গঞ্জে ও বিদেশে মনির খানের অসংখ্য ভক্ত রয়েছে। এখনো তারা মনির খানের নতুন গানের অপেক্ষায় থাকেন। মনির খান আবারো মিল্টন খন্দকারের কথা ও সুরে মনির খান বিরহের একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘চোখ ভরে কাঁদবো’। গানটি এরইমধ্যে ‘এমকে মিউজিক টুয়েন্টফোরইউটিউব’ চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন মনির খান। কারণ দীর্ঘদিন পর মনির খানের কন্ঠে এই ঘরানার গান প্রকাশিত হয়েছে। ৬ মিনিট ১০ সেকে-ের এই গানটি নিয়ে ভীষণ প্রত্যাশা ছিলো মনির খানের। মনির খান বলেন,‘ মিল্টন ভাইয়ের কথা ও সুরে আমি অনেক গান গেয়েছি। অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। আমার সঙ্গীত জীবনে তার অনেক অবদান রয়েছে। নতুন করে তার লেখা ও সুরে চোখে ভরে কাঁদবো গানটি গাইলাম। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। মিল্টন ভাই চমৎকার লিখেন, দারুন সুর করেন এটা আসলে নতুন করে বলার কিছু নেই। যথারীতি এই গানটির ক্ষেত্রেও তাই হয়েছে। গানটি প্রকাশের পর থেকে আমি সত্যিই অনেক সাড়া পাচ্ছি। বরাবরের মতো আবারো কৃতজ্ঞতা মিল্টন ভাইয়ের প্রতি আমাকে আরো একটি সুন্দর গান উপহার দেয়ার জন্য।’

সম্প্রতি

আরও খবর