অভিনেত্রী শিউলী শিলা অভিনীত ‘অভিমানী মা’ নাটকটি গত ৪ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটিতে ‘অভিমানী মা’-এর ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন শিউলী শিলা। নাটকটিতে আরো অভিনয় করেছেন শিরীন আলম, আশরাফুল আশীষ’সহ আরো অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আহমেদ জসীম। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শিউলী শিলা বলেন,‘ এই নাটকে বলা যায় আমার চরিত্রটি একটু নেগেটিভ। নেগেটিভ চরিত্রে অভিনয় করাটা একটু কঠিন। তারপরও চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নাটকের গল্পটা আমাদের জীবনেরই গল্প। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি নাটক। এরইমধ্যে নাটকটি ইউটিউবে প্রচারে আসার পর প্রায় এক লাখ ভিউয়ার্স নাটকটি উপভোগ করেছেন। আমার বিশ্বাস দিন যতো যাবে নাটকের দর্শকপ্রিয়তা আরো বাড়বে। ধন্যবাদ জানাই পরিচালককে আমাকে এমন সুন্দর পারিবারিক গল্পের একটি নাটকে কাজ করার সুযোগ দেবার জন্য।’



