আরটিভিতে শিগগিরই প্রচারে আসছে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত ‘লিটল স্টার : আগামীর কন্ঠস্বর’ নামের একটি রিয়েলিটি শো’র। এই রিয়েলিটি শো’র প্রধান তিন বিচারক হিসেবে আছেন জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা, জিনিয়া জাফরিন লুইপা। এরইমধ্যে গত গ্র্যা- ফিনালে পর্ব ধারণ করা হয়েছে আরটিভির নিজস্ব স্টুডিওতে। দু’দিন আগেই শিল্পী লুইপা তিন বিচারকের এই ছবিটি তার ফেসবুক পেজ ‘লুইপা’তে প্রকাশ করেন। বাছাই করা ১০০ প্রতিযোগীকে নিয়ে প্রাথমিক অডিশন শেষে আরটিভির নিজস্ব ইভেন্ট স্টুডিওতে দিনব্যাপী বিচারিক কার্যক্রমের মাধ্যমে সর্বোচ্চ ২৫ জনকে ইয়েস কার্ড দেয়া হয়। তাদেরকে নিয়ে মূল রাউন্ড শুরু হয়।



