এই প্রজন্মেও সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা। বিটিভির এই সময়ের প্রচার চলতি দুই জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘শেকড়ের গান’ ও ‘গীতিবিচিত্রা’ দুটি ভিন্ন গান পরিবেশন করেছেন তিনি। ‘শেকড়ের গান’এ তিনি পরিবেশন করেছেন একটি ফোক ঘরানার গান ও ‘গীতি বিচিত্রা’য় পরিবেশন করেছেন একটি আধুনিক গান। তানজিন মিথিলা বলেন,‘ ছোটবেলা থেকেই একজন শিল্পী হবার বাসনা ছিলো আমার। সেভাবেই নিজেকে ছোটবেলা থেকে গড়ে তুলেছি। সবাই আমাকে পাশে থেকে অনুপ্রেরণা দিচ্ছেন, এগিয়ে যাবার সাহস দিচ্ছেন। বিটিভির শেকড়ের গান ও গীতিবিচিত্রায় দুটি ভীষণ ভালোলাগার মতো গান করেছি। আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে। আর আগামীতে আরো বেশ কিছু নতুন গান প্রকাশ পাবে। এরইমধ্যে গানগুলোর কাজ চলছে।’



