শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যমোশাররফ করিমের সঙ্গে অভিনয়ে আইরিন তানি

মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ে আইরিন তানি

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন প্রজন্মেও অভিনেত্রী আইরিন তানি। আবারো অভিনয়ের দুনিয়ায় নতুন করে যাত্রা শুরু করেছেন তিনি। ‘তুই’ শিরোনামের একটি হাস্যরসাত্বক গল্পের নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আইরিন তানি অভিনয়ে ফিরেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। এরইমধ্যে গত ৬ নভেম্বর নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। শিগগিরই নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে। ‘তুই’ নাটকেমোশাররফ করিম এর বিপরীতে অভিনয় করেন আইরিন তানি। এর আগে মোশাররফ করিমের সঙ্গে আইরিন তানি ধারাবাহিক নাটক ‘লং মার্চ’, ‘রেড সিগন্যাল’,‘ একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়েছিলো’,‘ সিনেমা হল’, একক নাটক ‘মুদ্রা দোষ’,‘ হাতেম আলী’,‘ শর্টকাট’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। আবারো অভিনয়ে ফেরার প্রসঙ্গে আইরিন তানি বলেন,‘ দীর্ঘ চার বছর পর অভিনয়ে ফিরেছি। পরম সৌভাগ্য যে আমার বহু নাটকের অন্যতম সহশিল্পী শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাইয়ের সঙ্গেই নাটকে অভিনয়ের মধ্যদিয়ে কাজে ফিরেছি। আশা করছি তুই নাটকটি দর্শকের ভালোলাগবে।’

সম্প্রতি

আরও খবর