আমাদের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। আশি বছর বয়সে এসেও তিনি নিয়মিত সিনেমা ও নাটকে অভিনয় করে যাচ্ছেন। নতুন প্রজন্মের শিল্পীদের প্রায় সবারই স্বপ্ন বা প্রবল ইচ্ছে থাকে গুনী এই কিংবদন্তী শিল্পীর সঙ্গে অভিনয় করার। এই প্রজন্মের অভিনেত্রী মুনমুন আহমেদ মুনেরও স্বপ্ন ছিলো দিলারা জামানের সঙ্গে অভিনয় করার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো ‘দাদীর ভাগ’ নাটকে অভিনয় করে। এটি একটি সাতপর্বের ধারাবাহিক নাটক। যার গল্প ভাবনা অভিনেতা জামিল হোসেনের। রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটি প্রচার হবে ‘জামিল’র জু’ ইউটিউবে চ্যানেলে। নাটকটিতে মুনমুন আহমেদ মুনের বিপরীতে অভিনয় করেছেন যথারীতি জামিল হোসেন। তারা দু’জনই দিলারা জামানের নাতনী-নাতির চরিত্রে অভিনয় করেছেন। আরো যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারা হলেন নরেশ ভূঁইয়া, রেশমা
আহমেদ, মম শিউলী, আমিন আজাদ, সূচনা (তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন মুনমুন)। মুনমুন আহমেদ মুন বলেন,‘ শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের বাংলাদেশের নাটক-সিনেমার গর্ব। মাশাল্লাহ কী সুন্দর তিনি। আমার ভীষণ ইচ্ছে ছিলো তারসঙ্গে অভিনয় করার। জামিল হোসেনের কারণেই সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাও আবার আমি তার নাতনীর চরিত্রে অভিনয় করেছি। কী যে আদরে মায়ায় তিনি আগলে রাখেন তারসঙ্গে কাজ না করা হলে তা অনুভব করা হতোনা। এতো বড় একজন শিল্পী, অথচ কী সাধারনভাবেই থাকেন তিনি। আমি তার বিনয়, সদা হাসি আর অভিনয়ে মুগ্ধ। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত তারসঙ্গে কাজ করে। তারসঙ্গে অভিনয় করতে পারাটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তিও বটে।’ দিলারা জামান বলেন,‘ দাদীর ভাগ-নাটকটার গল্পটা খুউব সুন্দর। জামিলের গল্প ভাবনাটা সত্যিই চমৎকার। কাজটা করেও ভীষণ ভালোলেগেছে।’



