মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যপ্রকাশ্যে কনা’র ‘ভিতরও বাহিরে’

প্রকাশ্যে কনা’র ‘ভিতরও বাহিরে’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। এবার প্রকাশ্যে কণার নতুন গান ‘ভিতরও বাহিরে’। ইউটিউবে প্রকাশ পায় ফুয়াদ ফিচারিং ‘ভিতরও বাহিরে’ শিরোনামের গানটি। ঢাকা, ঢাকার বাইরে, দেশের বাইরে স্টেজ শো নিয়ে তার রয়েছে ভীষণ ব্যস্ততা। কিন্তু তারপরও কণা তার নিজের মৌলিক গান প্রকাশ থেকে দূরে নন। নাটকের গানও যেমন গাইছেন, আধুনিক গানও গাইছেন। সেই ধারাবাহিকতায় ‘কনা’ চ্যানেলে প্রকাশ পায় ফুয়াদ ফিচারিং ‘ভিতরও বাহিরে’ শিরোনামের গানটি। কণা বলেন,‘ শুরুতেই ধন্যবাদ জানাই বিসিআরএ ও দুলাল খান ভাইকে-আমাকে কন্যা গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে সম্মানীত করার জন্য। কন্যা গানটি শ্রোতা দর্শকের মতে এই বছরের অন্যতম একটি হিট গান। এই গানে আমার সহশিল্পী ছিলো ইমরান। গানটি সবার মাঝে ভীষণ ভালোলাগার সৃষ্টি করেছিলো। আর যথারীতি আমার নতুন গান ভিতরও বাহিরে নিয়ে ভীষণ প্রত্যাশা। সবাইকে গানটি শোনার আহ্বান জানাই।’ ভিতরও বাহিরে’ গানটি লিখেছেন আবদার রহমান। এর আগে ফুয়াদের ফিচারিং-এ কনার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ পায়।

সম্প্রতি

আরও খবর