বিয়ের মৌসুমে গানের চাহিদা মেটাতেই নতুন গান নিয়ে এসেছেন তরুণ সংগীতশিল্পী মুজা। সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা। গানের নাম ‘মাইয়া’। গানটির কোরিওগ্রাফি করেছেন তরুণ কোরিওগ্রাফার হৃদি শেখ। ‘মাইয়া’ গানটির কথা লিখেছেন মুজা ও বাঁধন। এর সংগীত প্রযোজনা করেছেন মুজা ও ডেডবানি, সংগীতায়োজন করেছেন মুজা। সহনৃত্যশিল্পীরা ছিলেন আরএস প্রোডাকশন থেকে। মুজা বলেন, ‘আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালোলাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বর কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।’ ‘মাইয়া’ গানটি তৈরির গল্পটা জানাতে গিয়ে মুজা বলেন, ‘উৎসব (বিয়ে) মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ গানটিতে আমার কণ্ঠে কোনও প্রতিধ্বনি ব্যবহার করা হয়নি। নতুন আওয়াজটা শ্রোতাদের শোনাতে চেয়েছি।’ জানিয়ে সানজানা বলেন, ‘‘মুজার প্রথম গান প্রকাশের সময় থেকেই আমরা পরিচিত। ‘মাইয়া’ গান তৈরির শুরুটা সিনেমার দৃশ্যের মতোই। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, সঙ্গে সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপরেই দেখলাম আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।’’ পার্থ শেখ পরিচালিত গানটির মিউজিক ভিডিওটি দেখার পর খুবই ভালো লেগেছে দুই কণ্ঠশিল্পীর। সানজানা জানান, তার প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে কাজটি।



