কিছুদিন আগেই নির্মাতা সামছুল হুদা নায়িকা পরীমণিকে নিয়ে ‘গোলাপ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষনা দিয়েছিলেন। যাতে পরীমণির বিপরীতে চিত্রনায়ক নীরবের অভিনয় করবেন। সামছুল হুদা জানান, সবকিছু ঠিকঠাক আছে। যেকোনো সময়ই তারা শুটিং-যেতে প্রস্তুত আছেন। তবে এরইমধ্যে সামছুল হুদা নিজেকে আরো ব্যস্ত করে তুলেছেন নিজের নির্দেশনায় একশত গানের প্রজেক্ট নিয়ে। নিজের নতুন প্রোডাকশন হাউজ ‘প্যাকআপ হাউজ’ থেকে তিনি একশত গান করার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছেন। এরইমধ্যে তার এই প্রোডাকশন হাউজ থেকে এফএ সুমন, মাহতিম সাকিব, কাজী শুভ’সহ আরো বেশ কয়েকজনের গানের কাজ, মিউজিক ভিডিওর কাজ সম্পন্টন করেছেন বলেও জানান সামছুল হুদা। ২০২৬ সালের মধ্যে একশত গানের কাজ শেষ করার ইচ্ছে আছে তার। সামছুল হুদা বলেন,‘ প্যাকআপ হাউজ আমার নিজের প্রযোজনা সংস্থা হিসেবে দাঁড় করাতে চাচ্ছি। আর এই প্রযোজনা সংস্থা থেকে প্রথম বিগ প্রজেক্ট হিসেব একশত গানের প্রজেক্টটাই যথাযথভাবে সম্পন্ন করার চেষ্টা করছি। এরইমধ্যে বেশ কয়েকজন শিল্পীর কাজ শেষ। প্রবল ইচ্ছে আছে সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, কনা, কোনাল, লুইপা, লিজা’সহ এই প্রজন্মের আরো যারা আলোচিত আছেন, তাদের সবাইকে আমার এই প্রজেক্টের ছায়াতলে নিয়ে আসা।’



