রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যএলো পিয়াল হাসানের নতুন গান, সঙ্গে স্মরণ

এলো পিয়াল হাসানের নতুন গান, সঙ্গে স্মরণ

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

মাঝে লম্বা সময় কণ্ঠশিল্পী পিয়াল হাসানকে সে অর্থে গানে পাওয়া যায়নি। সেই পিয়াল এবার হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। সঙ্গে রেখেছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী স্মরণকে। ‘বলো না তুমি কোথায়’ নামে দ্বৈত রোমান্টিক এই গানের কথা লিখে সুর দিয়েছেন কামরুন্নাহার শিপু, আর সুরের মায়াজালকে আরও গভীর করেছেন সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি। লতা আচারিয়া ও শান সায়েকের যৌথ নির্মাণে ভিডিওটিতে ফুটে উঠবে প্রেমের সূক্ষ্ম আবেগ, বিচ্ছেদের বেদনাময় ছায়া এবং ভালোবাসার অনন্ত আকুলতা। যে ভিডিওতে পিয়াল হাসান-নোশিন তাবাসসুম স্মরণের সাথে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও অভিনেত্রী জারিন রহমান। গানচিত্রটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, ‘ভালোবাসা, হারিয়ে যাওয়া আর স্মৃতির মিশেলে সাজানো এই গানের গল্পটি চিত্রায়ণে রোমান্টিকতার আবহ তৈরি করেছে এক সুন্দর অনুভূতির জগত। মিষ্টি স্বাদের গানের পাশাপাশি সবার অভিনয়, আবেগ ও দৃষ্টিনন্দন উপস্থাপন গানটিকে করেছে আরও আকর্ষণীয়। আশা করছি, সবার ভালো লাগবে গানটি।’ স্মরণ বলেন, ‘পিয়াল ভাই গান নিয়ে খুবই সচেতন মানুষ। তাই যত্ন নিয়ে দুজনে গানটি করেছি। আশা করছি, আধুনিক মেলোডি ও গভীর কথামালার এই গানটি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী হবে।’ ১৩ নভেম্বর পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘বলো না তুমি কোথায়’।

সম্প্রতি

আরও খবর