প্রবাসী জীবনের অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং সামিরা খান মাহি। নাটকের নাম ‘শুধু তোমারই অপেক্ষায়’। নির্মাণ করেছেন বি ইউ শুভ। সম্পাদনার টেবিলে থাকা এই নাটকটি প্রসঙ্গে বি ইউ শুভ বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে প্রবাসী বাঙালীদের জীবনকে বিশেষভাবে দেখানো হয়েছে। দর্শক রোমান্সের পাশাপাশি কমেডির স্বাদও পাবেন এতে। আশা করি, নাটকটি দেখলে দর্শক হতাশ হবেন না।’ সব মিলিয়ে রোমান্স, পরিবার ও প্রবাসী জীবনের অভিজ্ঞতা তিনের মিশেলে সাজানো এই নতুন নাটকটি দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে বলেই প্রত্যাশা পরিচালকের। ২০১১ সালে অপূর্ব ও শখকে নিয়ে ‘চেনা চেনা লাগে’ নাটকের মাধ্যমে পরিচালনায় যাত্রা করেন বি ইউ শুভ।



