সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যপ্লে-ব্যাক নিয়ে শাপলা’র স্বপ্ন

প্লে-ব্যাক নিয়ে শাপলা’র স্বপ্ন

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

এই প্রজন্মের গায়িকা শাপলা পাল। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় শাপলা’র সবচেয়ে বড় স্বপ্ন সিনেমাতে গান গাওয়া । এখন নতুন নতুন মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছেন তিনি। সেইসাথে স্বপ্ন দেখছেন ভালো কোনো সিনেমায় প্লে-ব্যাক করার। শাপলা বলেন,‘ সিনেমাতো সবচেয়ে বড় ক্যানভাসের মাধ্যম। এই মাধ্যমে গান গাওয়ার স্বপ্ন ঠিক যখন থেকে আমি গান বুঝি। কিন্তু সবকিছু মিলিয়ে আজও তা ব্যাটে বলে ঠিকঠাক মতো হয়ে উঠেনি। জানিনা সেই স্বপ্ন কবে পূরণ হবে। তবে আমার বিশ্বাস ঈশ্বরের আশীর্বাদে হয়তো শিগগিরই সেই স্বপ্ন আমার পূরণ হবে। জানিনা কবে কোথায় কীভাবে তা পূরণ হবে, তবে আমার বিশ্বাস তা হবেই। সেইসাথে এই সময়ে যারা ছায়া হয়ে মাথার উপর আছেন তারা যেন ছায়া হয়ে থাকেন এই প্রার্থনা করি।’ শাপলার মূল লক্ষ্যই ছিলো মৌলিক গান করার। প্রকাশিত হয় তার প্রথম মৌলিক গান ‘মনের সীমানা’। প্রথম গানেই দারুণ সাড়া মিলে বলে জানান তিনি। অনুপ্রাণিত হয়ে এগিয়ে যান আগামীর পথে। এরপর একে একে আরো প্রকাশিত হয় আরো বেশকিছু গান। শাপলা তার নিজের ইউটিউব চ্যানেল ‘শাপলা পাল’-এর জন্য কিছু নতুন মৌলিক গান করছেন। এরইমধ্যে তারেক আনন্দের লেখা ও খায়রুল ওয়াসীর সুরে ‘তুমি এসো শিশির ভেজা পায়ে’ গানের কাজ শেষ করেছেন।

সম্প্রতি

আরও খবর