আশির দশকে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দমা দম মাস্ত কালান্দার’ গান নিয়ে ফিরছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে সেই কালজয়ী গানটি ফিরছে নতুন সংগীতায়োজনে। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল, এই মৌসুমে গান গাইবেন রুনা লায়লা। গত ১৪ নভেম্বর গানটির টিজার প্রকাশ করা হয়। সোমবার, (১৭ নভেম্বর ২০২৫) সন্ধায় গানটি উন্মুক্ত হয়। জানা যায়, গানটির রেকর্ডিং বেশ আগেই সম্পন্ন হয়েছিল। তবে কোক স্টুডিও বাংলার কার্যক্রম প্রায় এক বছর স্থগিত থাকায় প্রকাশে বিলম্ব হয়েছে। ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধা জানাতেই জন্মদিন উপলক্ষ্যে বিশেষ এই গানটি প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘দমা দম মাস্ত কালান্দার’ কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান।



