এই প্রজন্মের সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। বেশকিছুদিন বিরতির পর এলো তার নতুন মৌলিক গান ‘চুরি ছাম ছাম’। লুইপার নিজের ইউটিউব চ্যানেলে ‘লুইপা’তে গানটি গত ১৬ নভেম্বর প্রকাশিত হয়েছে। লুইপা জানান তার কন্ঠে নতুন আরেকটি মৌলিক গান ‘চুড়ি ছাম ছাম’ গান শুনে মুগ্ধ হচ্ছেন শ্রোতারা। গানটি লিখেছেন সিফাত আব্দুল্লাহ আবির, সুর সঙ্গীত করেছেন তানভীর। গানটি প্রকাশের পর থেকেই লুইপা দারুণ সাড়া পাচ্ছেন বিশেষ করে গানের ‘হাতে ছুড়ি ছাম ছাম বাজে’ অশংটুকু সবাই বেশ উপভোগ করছেন বলে জানান তিনি। লুইপা বলেন,‘ গানটি প্রকাশের পর মুহুর্ত থেকেই আমি যেভাবে সাড়া পাচ্ছি তাতে সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। এটা একদমই ট্রেণ্ডি ভাইভের একটা গান। মেয়েদের সাজ নিয়ে , প্রেম নিয়ে একটা গান। আমার প্রত্যাশা যে বিশেষত ওয়েডিং সিজনে গানটি সবাইকে মুগ্ধ করবে বেশি। আর যারা নিয়মিত ড্যান্স করতে চান তাদের জন্যও এই গান পারফেক্ট একটি গান। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’



