ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝে বহুদিন অভিনয়জগৎ থেকে দূরে থাকা জুন মালিয়া হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সঞ্চালনায় জাদু ছড়িয়ে সবাইকে চমকে দেন তিনি। আর এই মঞ্চেই ভক্তদের জন্য এল বড় সুখবর, দীর্ঘ বিরতির পর অবশেষে অভিনয়ে ফিরছেন টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘আবার প্রলয় সিজন টু’-র জন্য শুটিং শুরু করবেন অভিনেত্রী। রাজ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি পরিচালক শুরু করে দিয়েছেন সিজন টু-র শুটিং। সেই কারণেই ২৩ তারিখে জুন ওয়েব সিরিজের শুটিং করবেন।
গতবারের মতোই এবার ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। রাজের পরিচালনায় শাশ্বতর সঙ্গে শুটিং করবেন জুন, সেই ব্যাপারে অভিনেত্রীর গলায় উচ্ছ্বাস দেখা গেল। নৈহাটি, কলকাতা, রাণাঘাট, ঝাড়খণ্ড বর্ডারে হবে শুটিং। রাজ নিজেই সোশ্যাল মিডিয়াতে এই ওয়েব সিরিজের প্রথম ঝলক ভাগ করে নিয়েছেন। জুন বলেন, ‘আমি বাংলা ধারাবাহিকে অবশ্যই অভিনয় করতে চাই। বিধানসভা নির্বাচনের সময়ে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারব বলে মনে হয় না। তবে আগামী বছর জুন মাস নাগাদ বাংলা ধারাবাহিকের কাজ শুরু করার ইচ্ছা রয়েছে।’



