এই প্রজন্মের সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার নতুন মৌলিক গান ‘নেই অধিকার’ তারই ইউটিউব চ্যানেল ‘লিজা’তে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন তৌফিক আহমেদ, সুর সঙ্গীত করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার হৃদয় খান। গানটি প্রকাশের পর এরইমধ্যে এক লক্ষেরও বেশি ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন। এদিকে পাঁচদিন আগে সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা’র কন্ঠে প্রকাশিত হয়েছে ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। কনার এই গানটিও প্রকাশিত হয়েছে কনার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কনা’তে। গানটি র্লিখেছেন আবদার রহমান। সুর সঙ্গীত করেছেন ফুয়াদ আল মুক্তাদীর। কনা’র ‘ভিতরও বাহিরে’ গানটি ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গান থেকে ‘আমার ভিতরও বাহিওে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়জুড়ে’ অংশটুকু নেয়া। কনা’র চ্যানেলে গানটি প্রকাশের পর কনার এই গানেও মুগ্ধ হচ্ছেন শ্রোতারা। লিজা বলেন,‘ বেশকিছুদিন বিরতির পরই মূলত নেই অধিকার গানটি প্রকাশ করেছি। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’ দিলশাদ নাহার কনা বলেন,‘ গানটি প্রকাশের পর বিশেষত গানটির টাইটেল-এর জন্য গানটি শুনছেন। শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আর কিছুদিন পরেই আরো বেশ ভালো ভালো কয়েকটি গান প্রকাশ পাবে।’



