সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যএরশাদ হাসানের একক অভিনয়ে ‘ভাসানে উজান’এর উদ্বোধনী মঞ্চায়ন আজ

এরশাদ হাসানের একক অভিনয়ে ‘ভাসানে উজান’এর উদ্বোধনী মঞ্চায়ন আজ

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

দেশের তারুণ্যনির্ভর নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটার তাদের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’ এর উদ্বোধনী মঞ্চায়ন হবে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই বিশেষ প্রদর্শনী। দস্তয়ভস্কির ছোটগল্প “দ্য জেন্টেল স্পিরিট” অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ড, নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়, আর একক অভিনয় করেছেন অভিজ্ঞ নাট্যশিল্পী মো. এরশাদ হাসান। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন একক অভিনয়ের পথিকৃত, প্রবীণ অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ‘ভাসানে উজান’ নাটকে আশরাফ বোয়ারী চরিত্রের ভেতর দিয়ে দেখা যাবে এক নাট্যকর্মীর দ্বন্দ্ব, সংগ্রাম, প্রেম, ভুল বোঝাবুঝি এবং জীবনবোধের জটিলতা। সাবরিনার সঙ্গে তার সম্পর্ক, সামাজিক প্রতিকূলতা অতিক্রম করে বিয়ে, এবং শেষ পর্যন্ত নিয়তির কঠিন আঘাতে স্ত্রীর আত্মহত্যা—এসব ঘটনার মধ্য দিয়ে আশরাফের ভেতরের অনিশ্চয়তা, আত্মজিজ্ঞাসা এবং মানবিক বেদনা নাটকে তুলে ধরা হয়েছে। নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়ের মতে, ভালো হয়ে শেষ পর্যন্ত ভালো থাকা যায় কিনা এই প্রশ্নই নাটকের কেন্দ্রে। নাটকের কারিগরি দলে মঞ্চ ও আলোয় পলাশ হেনড্রি সেন, সংগীতে হামিদুর রহমান পাপ্পু, পোশাকে এনাম তারা সাকি, দ্রব্য ব্যবস্থাপনায় ফজলে রাব্বি সুকর্ণ, কোরিওগ্রাফিতে রবিন বসাক এবং রূপসজ্জায় কাজ করেছেন নির্দেশক ও শিল্পী দল। নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডর মতে, দস্তয়ভস্কির মানবমনের গভীরতা, একাকিত্ব ও যন্ত্রণাকে মঞ্চে ফুটিয়ে তুলতেই ‘ভাসানে উজান’ রচিত হয়েছে। আশরাফের জীবন অস্থিরতা, ন্যায়বোধ ও বেদনাবহ কাহিনি দর্শকদের সামনে তুলে ধরবে মানবিকতার এক মূল প্রশ্ন—সত্যিই কি ভালো হয়ে ভালো থাকা যায়?

সম্প্রতি

আরও খবর