রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যশিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

অভিনয় শিল্পীদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন—শিল্পের অগ্রগতির জন্য শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি, তাই এই ধরনের মামলা বন্ধ করতে হবে। সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ১৯ বছর বয়সি ভাইকে নিয়ে দায়ের হওয়া এক মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিতে হয়। মেহজাবীন জানান, অভিযোগকারী কোনো সঠিক তথ্য, ঠিকানা বা লেনদেনের প্রমাণ দিতে না পারায় তিনি মনে করছেন এটি হয়রানির উদ্দেশ্যে করা মামলা। অন্যদিকে ডিপজলের বিরুদ্ধেও তার এক ভক্তের স্বামীর করা ‘হত্যাচেষ্টা’ মামলায় পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ডিপজলের পরিবারের দাবি এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, ঘটনার সময় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যে একের পর এক মিথ্যা মামলা তার পরিবারকে বিপর্যস্ত করছে। ডিপজলের পরিবারের মতে, কোনো শিল্পীর বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা পুরো শিল্পী সমাজের জন্য ভয় ও মানহানিকর। তাই ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের বন্ধে সকলের সচেতনতা ও সহযোগিতা জরুরি।

সম্প্রতি

আরও খবর