রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যপ্রকাশ্যে সালমার ‘বন্ধু কী মন্ত্রনা জানে রে’

প্রকাশ্যে সালমার ‘বন্ধু কী মন্ত্রনা জানে রে’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

এবার এলো সঙ্গীতশিল্পী সালমা’র নতুন গান ‘বন্ধু কী মন্ত্রনা জানে রে’। গানটি লিখেছেন ও সুর করেছেন দেওয়ান জসীম। গানটিতে সালমার সহশিল্পী সজীব শান। গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজন খান। আসিফ আহসান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে সালমা বলেন,‘ সাধারণত যে ধরনের গান আমি গেয়ে থাকি এবং আমার ভক্ত শ্রোতারা আমার কন্ঠে যে ধরনের গান শুনতে অভ্যস্ত, এই গানটি ঠিক তেমনি একটি গান। আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে। ধন্যবাদ গানের গীতিকার, সুরকার ও সঙ্গীতায়োজককে। ধন্যবাদ গানের মিউজিক ভিডিও নির্মাতাকেও। এই গান ছাড়াও সামনে আমার আরো বেশকিছু নতুন মৌলিক গান আসছে। সেই গানগুলো নিয়েও আমি ভীষণ আশাবাদী।’ স্টেজ শো এবং নতুন গান প্রসঙ্গে সালমা বলেন,‘ সত্যি বলতে কী এই মুহুর্তে স্টেজ শো দেশজুড়েই অনেক কম। তারপরও আমি স্টেজ শো নিয়ে বেশ ভালো ব্যস্ত আছি। নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে আরো বেশ কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করবো। এরমধ্যে বেশকিছু নতুন গানও গেয়েছি। গানগুলো কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে।’

সম্প্রতি

আরও খবর