মিথ্যা সম্পর্কের অভিনয়ের আড়ালে ধীরে ধীরে গড়ে ওঠা এক মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে কোরিয়ান ধারাবাহিক ‘কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড’। জনপ্রিয় এই ধারাবাহিকটি বাংলায় ভাষান্তর করে প্রচার করছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। ‘বঙ্গ’ ফেইসবুকে এক পোস্টে জানিয়েছে, প্রতি সপ্তাহের শনি থেকে সোমবার প্রচার হবে ধারাবাহিকের নতুন পর্ব। নাটকটি তৈরি হয়েছে উজিনা, লী সুংমিন, কু হিয়াংতাক ও সু হানা নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের গল্পে।নাটকটির কণ্ঠাভিনয়ে আছেন মাসুক সিদ্দিক, মেহেদী হাসান, ফারিয়া সোমা, সুস্মিতা দাস, ফারদিন রিয়াদ, মিথিলা জাহান, আশরাফ রমিতসহ অনেকে। নাটকের বাংলা চিত্রনাট্য করেছেন বায়জিদ শুভ, বাংলা ডাবিং পরিচালনা করেছেন মশিউর রহমান দিপু। কোরিয়ায় এই ধারাবাহিক নাটকটি ‘বি মাই বয়ফ্রেন্ড’ নামে প্রচার হয়েছিল ২০২১ ও ২০২২ সালে।
এরপর বিভিন্ন দেশে প্রচার হয়েছে নাটকটি। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রী উজিনার সঙ্গে সাধারণ ছাত্র লী সুংমিনের মিথ্যা প্রেম। তারা নকল সম্পর্কের অভিনয় করতে গিয়ে সত্যিকার প্রেমে জড়িয়ে পড়ে। এমনই গল্পে এগিয়ে যাবে নাটকটি।



