শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যপরিচালককে বিয়ে করলেন অভিনেত্রী মম

পরিচালককে বিয়ে করলেন অভিনেত্রী মম

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান ও ছোট পর্দার অভিনেত্রী মায়মুনা মম বিয়ে করেছেন।হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি। শুক্রবার সন্ধ্যায় একান্ত ঘরোয়া আয়োজনে চার হাত এক হলো তাদের। সহকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা মিলল নবদম্পতির ভালোবাসাময় মুহূর্ত। সদ্য বিবাহিতা মম শোনালেন তাদের মিষ্টি প্রেমের গল্প। লাজুক হেসে বললেন, ‘আমাদের বিয়েটা আসলে কিঞ্চিৎ প্রেম আর কিঞ্চিৎ পারিবারিক।’ মম জানান, গল্পের শুরুটা হয়েছিল ভার্চুয়ালি। ফেসবুকে সাধারণ ‘হাই-হ্যালো’ দিয়েই পরিচয়ের সূত্রপাত। কিন্তু সেই পরিচয় পরিণয়ে রূপ নিতে খুব বেশি সময় নেয়নি। একদিন কফি শপে দেখা করলেন দুজনে। আর সেই এক দেখাতেই জীবনের মোড় ঘুরে গেল। কফির ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই রাফায়েল সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসেন। মম বলেন, ‘ও যেদিন প্রপোজ করল, আমি সোজা বলেছিলাম আমার বাসায় কথা বলো। ও দেরি করেনি। বাসায় কথা বলল, আর সেই কথা বলতে বলতেই আজ আমরা এক হলাম।’

মাত্র এক সপ্তাহের সিদ্ধান্তে সবকিছু হয়েছে। তাই খুব একটা ধুমধাম করার সুযোগ মেলেনি। তবে মম আশ্বস্ত করলেন, খুব শিগগিরই বড় পরিসরে রিসিপশনের আয়োজন করবেন, যেখানে প্রিয়জনদের নিয়ে আনন্দ করবেন মনভরে।

সম্প্রতি

আরও খবর