বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যআরাফাতের নির্দেশনায় বিজ্ঞাপনে তারা

আরাফাতের নির্দেশনায় বিজ্ঞাপনে তারা

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

অভিনেতা ফজলুরর রহমান বাবু, নাট্যাভিত্রেী শেলী আহসান ও উর্মিলা উর্মিকে নিয়ে আরাফাত খান নির্মাণ করেছেন একটি বিজ্ঞাপন। আরাফাতের ভাষ্যমতে এটি তার প্রথম বিজ্ঞাপন। এরইমধ্যে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি মূলত ‘বিচ প্যারাডাইস হোটেল অ্যা- রিসোর্ট’র বিজ্ঞাপন।

যে বিজ্ঞাপনে বাবা মায়ের ভূমিকায় দেখা যাবে ফজলুর রহমান বাবু ও শেলী আহসানকে। তাদের সন্তানের ভূমিকায় দেখা যাবে আরাফাতকে ও আরাফাতের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে উর্মিলা উর্মিকে চট্টগ্রামের সন্তান আরাফাত জানান, চলতি মাসেই কিংবা আগামী মাসের শুরুতেই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে ও অনলাইন প্লাটফরমে প্রচারে আসবে। বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে আরাফাত খান বলেন,‘ যেহেতু এটি আমার প্রথম বিজ্ঞাপন ছিলো। বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট করেছেন বিদ্যুৎ রায়।

যেহেতু প্রথম বিজ্ঞাপন, চেষ্টা করেছি যতোটা ভালোভাবে যত্ন করে বিজ্ঞাপনটি নির্মাণ করা যায়। আর আমি যেহেতু এখন নিয়মিত নাটকে অভিনয় করছি, তাই আমিই এই বিজ্ঞাপনে ছেলের ভূমিকায় মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনটি নির্মাণ করার ব্যাপারে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই এবং শেলী আপা ভীষণ সহযোগিতা করেছেন। আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’

সম্প্রতি

আরও খবর