এই সময়ের আলোচিত ব্যাণ্ডদল ‘আই কিংস’-এ লিড গীটারিস্ট হিসেবে কাজ করছেনরাজীব ঘোষ। একজন তরুন গীটারিস্ট হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার রয়েছে বেশ সুখ্যাতি। তবে রাজীবের আজকের এই পর্যায়ে আসার পথটা সহজ ছিলো না বলে জানান তিনি। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করার পাশাপাশি রাজীব চট্টগ্রামের রিসেন্ট ব্যান্ডের সিরাজের কাছে চার বছর, পরবর্তীতে ওয়ারফেইজ ব্যাণ্ডের ইব্রাহীম আহমেদ কমলের কাছে অর্ধযুগ গীটারে তালিম নিয়েছেন। ২০১২ সালে ‘নেসক্যাফে গেট টে রক’ প্রতিযোগিতায় অংশগ্রহন করে গীটার বাজিয়ে
তিনি দ্বিতীয় স্থান অবস্থান করেন। সেই সময় ‘রং’ নামের একটি ব্যাণ্ডদল প্রতিষ্ঠা করেন রাজীব’সহ তারসঙ্গে থাকা আরো কয়েকজন। ‘রং’ থেকে সবাই মিলে ‘নেসক্যাফে ফিউচারিং’ নামের একটি গানের অ্যালবামও প্রকাশ করেছিলেন। চট্টগ্রামে থাকাকালীন সময়ে ব্যাণ্ডদল ‘কালো অধ্যায়’র সাথে গীটার বাজাতের তিনি। রাজীব বলেন,‘ একজন ভালো গীটারিস্ট হবার স্বপ্ন বুকে নিয়েই ঢাকা শহরে এসেছিলাম। সেই স্বপ্ন আমার একটু একটু করে পূরণ হচ্ছে। আমার বিশ্বাস সবাই আমাকে যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন একদিন আমি এই দেশের একজন খ্যাতনামা গীটারিস্ট হতে পারবো। আমার পরিবারের সহযোগিতাতো আছেই, সেইসাথে এখন আই-কিংস’র সাথে আছি আমি।’



