সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যশুরু হচ্ছে চ্যানেল আই-ব্যান্ড ফেস্ট

শুরু হচ্ছে চ্যানেল আই-ব্যান্ড ফেস্ট

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও ১ ডিসেম্বর চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২ তম এই ব্যান্ড ফেস্ট মাতাবেন ১২ টি দল। ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ। চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১১.০৫ থেকে দিনব্যাপী। এ উপলক্ষে ২৭ নভেম্বর দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, ব্যান্ড তারকা ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পি খান, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, জয় শাহরিয়ার, শামিম আহমেদ, ব্যান্ড উৎসবের প্রকল্প পরিচালক রাজু আলীম, পরিচালক অনন্যা রুমা প্রমুখ। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন-আগামী বছর এই উৎসবকে বৃহৎ আকারে করার পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি সবার সহযোগিতা পেলে সেটা সম্ভব হবে। ডা. আশিষ কুমার চক্রবর্তী বলেন-আমাদের প্রতিষ্ঠান সবসময়েই শিল্পী ও মিউজিশিয়ানদের সঙ্গেই আছে। এই উৎসবে সম্পৃক্ত হতে পেরে আমাদের ভালো লাগছে। উল্লেখ্য ব্যান্ড যুবরাজ আইয়ুব বাচ্চুর প্রস্তাবের প্রেক্ষিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর-এর সম্মতিতে চ্যানেল আই ২০১৪ সাল থেকে এই উৎসব আয়োজন করে আসছে।

সম্প্রতি

আরও খবর