রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যসাবিলাকে নিয়ে শুরু ‘রাতাড্ডা উইথ তানভীর’

সাবিলাকে নিয়ে শুরু ‘রাতাড্ডা উইথ তানভীর’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় জাগো এফএম-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’-এর তৃতীয় সিজন শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। এ উপলক্ষে বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে। এর আগের দুটি সিজনে ৩ শতাধিক পর্ব প্রচার হয়েছে গত ৬ বছরে। তানভীর তারেক বলেন, ‘এই অনুষ্ঠানটি নির্দিষ্ট কোনও টাইম ফ্রেমে ঠিক বাঁধিনি কখনও আমরা। এবং সমাজের বিভিন্ন স্তরের তারকা-কুশলীদের নিয়ে রাতাড্ডা মূলত সবচেয়ে দীর্ঘব্যপ্তির কোনও সেলিব্রিটি শো। এই শোয়ের কোনও কোনোটির ব্যপ্তি আড়াই থেকে ৩ ঘণ্টারও বেশি হয়েছে। মূলত আগত অতিথি তার জীবন দর্শন ও নানান বিষয় নিয়ে মতামত নিয়েই এই শোটি তৈরি।

এবারেও এর ব্যতিক্রম থাকবে না। তবে এবারের কিছু পর্ব আমরা আউটডোরে বা বিভিন্ন লোকেশনে করার প্ল্যান রয়েছে। এই শোতে কোনও ভাইরাল টপিককে উৎসাহিত করা হয় না। বরং এই শোটি এক ধরনের আর্কাইভাল ভ্যালু তৈরির উদ্দেশ্যে করা হয়।’ নতুন সিজনে অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্রবার রাত ১০টায় প্রচার হবে। সেই অনুযায়ী তৃতীয় সিজনের প্রথম পর্ব প্রচার হবে ৫ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টায়। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন হাসান মোহাম্মদ জুবায়ের।

সম্প্রতি

আরও খবর