অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। গুঞ্জনকেই সত্য প্রমাণ করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। পাত্র তার দীর্ঘদিনের পরিচিত ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরু। কোনো ধুমধাম বা জাঁকজমক নয়, ছিমছাম আয়োজনে একান্ত গোপনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। ১ ডিসেম্বর সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে সবার চোখের আড়ালে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ে সেরেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন সামান্থা। ছবির ক্যাপশনে কোনো লম্বা চওড়া কথা নয়, শুধু জুড়ে দিয়েছেন বিশেষ দিনটির তারিখ— ‘০১.১২.২০২৫’। ছবিতে দেখা যায়, নবদম্পতি একে অপরের হাতে হাত রেখে একগাল হাসি নিয়ে তাকিয়ে আছেন। বিয়ের সাজে সামান্থা-রাজ বিশেষ এই দিনে সেজে উঠেছিলেন সনাতনী সাজে। তার পরনে ছিল টুকটুকে লাল ভারী কাজের বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়না, খোঁপায় ফুল আর নামমাত্র মেকআপ। অন্যদিকে, বর রাজ নিদিমোরুর পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙের জওহর কোট।



