শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যপ্রচার চলছে ধারাবাহিক ‘পারিবারিক নির্বাচন’ এর

প্রচার চলছে ধারাবাহিক ‘পারিবারিক নির্বাচন’ এর

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

পরিবারের মধ্যে এক অন্যরকম গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পারিবারিক নির্বাচন’ নামের নতুন এক ধারাবাহিক নাটক। নাটকটি রচনা ও পরিচালনা মহিন খান। মহিন খান জানান এই ধারাবিাহিকটি দশ পর্বের মধ্যেই প্রচার শেষ হবে। ধারাবাহিকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার চলছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, সুষমা সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, সেমন্তী সৌমী, আনোয়ার শাহী, এমএনইউ রাজু, আবুবকর রোকন’সহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডর্লি জহুর বলেন,‘ এর আগে মহিনের নির্দেশনায় কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছি। মহিনের রচিত গল্প যেমন চমৎকার তার নির্দেশনাও আমার কাছে ভীষণ ভালোলাগে। পারিবারিক নির্বাচন নাটকটির গল্প খুব সুন্দর। বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছে মহিন। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’ ইন্তেখাব দিনার বলেন,‘ পারিবারিক নির্বাচন-নাম শুনেই বুঝা যায় কেমন হতে পারে নাটকের ভেতরের গল্প। আমাদের জীবনেরই গল্প নিয়ে নির্মিত হয়েছে পারিবারিক নির্বাচন নামের এই নাটকটি। মহিন আগের চেয়ে আরো দক্ষ হয়ে উঠেছে নির্মাণে। তার গল্প বলার ধরনও খুউব ভালো। যে কারণে কাজ করতে খুব ভালোলাগে।’

সম্প্রতি

আরও খবর