শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

দেশের চিত্রনায়িকা অধরা খান। এখন তিনি আছেন সুদূর কানাডায়। সেখানে থেকেই তিনি অপেক্ষায় আছেন তার সিনেমা ‘ঋতুকামিনী’র মুক্তির জন্য। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক জাহিদ হোসেন। গেলো বছরই সিনেমরাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। সিনেমাটিতে অধরার বিপরীতে আছেন টিভি নাটকের অভিনেতা সজল। সজলের সঙ্গে এটাই অধরার প্রথম কোনো কাজ বলে জানান তিনি। ‘ঋতুকামিনী’ তে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন অধরা। অধরা বলেন,‘ ঋতুকামিনীর গল্পটা এক কথায় অন্যরকম। এই ধরনের গল্প নিয়েয় আমাদের দেশে বলা যায় সিনেমা নির্মাণই হয়নি। জাহিদ ভাই অত্যন্ত গুনী একজন পরিচালক। তার মাতৃত্ব সিনেমাটি সম্পর্কে জানি, তবে দেখা হয়নি। এমন একজন গুনী পরিচালকের সিনেমাতে অভিনয় করে আমার নিজেরই বেশ ভালোলালেগেছে। অনেক কিছুই শিখেছি আমি তার কাছ থেকে। সবমিলিয়ে গল্প, নিমার্ণশৈলী এবং প্রত্যেক শিল্পীই চমৎকার অভিনয় করেছেন।আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালোবাসায় সমাদৃত হবে সিনেমাটি।’

সম্প্রতি

আরও খবর